
রাতের জানালা জুড়ে যন্ত্রণা বুক।
আরেকবার জলে রাখো মুখআরেকবার ঢেউয়েরা আসুকতারপর ভেঙ্গে যাক মুখের আদলজলের আয়না জুড়ে অচেনা ভাসুক। আরেকবার চোখে রাখো চোখআরেকবার আসুক অসুখতারপর জেগে থাক অসুখী মানুষরাতের জানালা জুড়ে যন্ত্রণা বুক। আরেকবার জানুক ঝিনুকআরেকবার নিজেকে চিনুকতারপর বেদনার জীবন ভেঙ্গেনিজের জন্য কিছু মুক্তো কিনুক।