রাতের জানালা জুড়ে যন্ত্রণা বুক।

আরেকবার জলে রাখো মুখআরেকবার ঢেউয়েরা আসুকতারপর ভেঙ্গে যাক মুখের আদলজলের আয়না জুড়ে অচেনা ভাসুক। আরেকবার চোখে রাখো চোখআরেকবার আসুক অসুখতারপর জেগে থাক অসুখী মানুষরাতের জানালা জুড়ে যন্ত্রণা বুক। আরেকবার জানুক ঝিনুকআরেকবার নিজেকে চিনুকতারপর বেদনার জীবন ভেঙ্গেনিজের জন্য কিছু মুক্তো কিনুক।

বিস্তারিত পড়ুন..

বুকের বাঁ পাশ।

শোনো, কাজল চোখের মেয়েআমার দিবস কাটে, বিবশ হয়েতোমার চোখে চেয়ে। দহনের দিনে, কিছু মেঘ কিনেযদি ভাসে মধ্য দুপুরতবু মেয়ে জানে, তার চোখ মানেকারো বুক পদ্মপুকুর। এই যে মেয়ে, কজল চোখতোমার বুকে আমায় চেয়েতীব্র দাবির মিছিল হোক। তাকাস কেন?আঁকাস কেন, বুকের ভেতর আকাশ?কাজল চোখের মেয়েতুই তাকালে থমকে থাকেআমার বুকের বাঁ পাশ।

বিস্তারিত পড়ুন..

পথটুকু থাকে চেনা

ততটুকু দিতে নেইযতটুকু দিলে অচেনা মিছিলেহারাবে নিজেকেই। কিছুটা নিজেরও থাকনিখোঁজ খবর- ছাপা পত্রিকাঠিকানাটা খুঁজে পাক l ততটুকু হোক দেনাযতটুকু হলে, ফিরে আসবারপথটুকু থাকে চেনা।

বিস্তারিত পড়ুন..

তার বুক জুড়ে

এলোকেশী মেয়ে কার পথ চেয়ে, মেলেছিলে ঐ কেশ?পথ চাওয়া শেষে, এসেছিল কী সে? ছুয়ে মেঘ অনিমেষ।এলোকেশী মেয়ে, মেঘবেলা ধেয়ে, এসেছে কী তার ঢল?তুমি কার জলে, তোমার ভেজালে? ভাসালেই প্রেমাচল!দেখেনিতো চেয়ে, এলোকেশী মেয়ে, আর কেউ ছিল তারকী বিষাদে পুড়ে, তার বুক জুড়ে, কেঁদেছে বিরহী সেতার।

বিস্তারিত পড়ুন..

শহরের মেঘে।

তুমি হলে রোদহোক অবরোধশহরের মেঘে। তুমি হলে জলস্নান অবিরলতোমাকেই মেখে। আর যদি কেউহতে চায় ঢেউঅবছাড়া চোখে। ভেকে যাক আজঅচেনা জাহাজতুমি নেই শোকে।

বিস্তারিত পড়ুন..
Natural Image (1)

না ঘুমানো ক্ষত

বিকেল ঘুমিয়ে গেলে না ঘুমানো চোখজেগে থাক জানালায়, সন্ধা আসুকবসুক খানিক পাশে লুকিয়ে অসুখরাত্রির কিছু তারা ব্যথায় খসুক।রাত্রি ঘুমিয়ে গেলে না ঘুমানো ক্ষতজেগে থাকা আকাশের তারার মত। কিছু নোনাজল জমা জানালা জানুকঅসুক লুকিয়ে রাখে মানুষের বুক।

বিস্তারিত পড়ুন..

শুনছো মেয়ে?

শুনছো মেয়ে?একটা চিঠি ঘুরে বেড়ায় এই শহরে, ঠিকানা নেইসেই চিঠিটার বুকের ভেতর জমছে বথা সঙ্গোপনেবাতাস ভারী দীর্ঘশ্বাসে, কি যায় আসে! শুনছো মেয়ে?এই শহরে একটা বুকেতোমার নামে সকাল, দুপুর, সন্ধ্যা নামে!

বিস্তারিত পড়ুন..

স্মৃতির সুতো

এ ফোঁড়া ও ফোঁড়া বুকে স্মৃতির সেলাইভেজা রাত, ভেজা হাত, হিসেব মেলাইকতটা জীবন দিলো, নিলো কতটুকু?দিন শেষে-আমিই আমার আর এই পথটুকু। যেটুকু হেঁটেছি এক, নিজের চোখেসেটুকুই থেকে গেল সুখে অসুখে।যেটুকুর আলো জ্বেলে ডেকেছিল কেউতার সব চোরাবালি, আড়ালের ঢেউ। এফোঁড় ওফোঁড় বুকে, স্মৃতির সুতোসুইয়ের ডগায় বোনে লুকানোর ছুঁতে।

বিস্তারিত পড়ুন..